৫৫ শতাংশ পশ্চিমা মেয়ে পর্ণ আসক্ত!
সকলের ধারণা পর্ণ শুধু ছেলেরাই দেখে। তবে শুধু ছেলেরাই পর্ণ দেখে তা কিন্তু না, মেয়েদের মধ্যেও পর্ণ আসক্তি অনেক বেশি। সম্প্রতি ডেইলি মেইলের একটি জরিপে দেখা গেছে মোট নারী জনগোষ্ঠীর প্রায় ৫৫ শতাংশ নারী মাসে একবার হলেও পর্ণ দেখে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী সম্পূর্ণ নিজের ইচ্ছায় যৌন উত্তেজক চলচ্চিত্র দেখতে পছন্দ করে।
পর্ণ আসক্তদের মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী তাদের নিজেদেরকে পর্ণ মডেলের মত তৈরি করতে চান। এর মধ্যে ৯ শতাংশ নারী প্রায় প্রতিদিন পর্ণ দেখে। পর্ণ আসক্তদের মধ্যে ৯৬ শতাংশ নারী তাদের সঙ্গীর সাথে বসে পর্ণ দেখে এবং তারা মনে করে এতে তাদের যৌন স্পৃহা আরও বেড়ে যায়।