ব্রিটিশ নাগরিকদের তথ্য চুরি করতে এনএসএ’কে সহযোগিতা করেছে লন্ডন
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) একটি গোপন চুক্তির ভিত্তিতে ব্রিটিশ নাগরিকদের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করেছে। ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এনএসএ এ চুক্তি করেছিল বলে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া নথিপত্র থেকে জানা গেছে।
স্নোডেনের ফাঁস করে দেয়া গোপন চিরকুট যৌথ অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এবং চ্যানেল ৪ নিউজ। এতে দেখা যায়, ২০০৭ সালে সম্পাদিত গোপন চুক্তি অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাকে ব্রিটিশ নাগরিকদের ফোন, ইন্টারনেট এবং ইমেইলে আড়িপাতার ও তাদের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করে জমা রাখার অনুমতি দেয়া হয়। ফাঁস করে দেয়া চিরকুট থেকে জানা যায়, চুরি করা এ সব তথ্য একটি তথ্যভাণ্ডারে জমা রাখা হয় এবং মার্কিন গোয়েন্দা ও সামরিক নিরাপত্তা সংস্থাগুলো নিজেদের খেয়াল-খুশি মতো এ সব তথ্য ব্যবহার করতে পারে।