আব্দুস সালামের সংসদ সদস্য পদ বাতিল
আব্দুল সালামের সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। তিনি ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। তার নিজ দল আওয়ামী লীগের এক কর্মীর দায়ের করা মামলার জের ধরে তার সদস্যপদ বাতিল করা হয়। সংসদ সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের একেবারে শেষ পর্যায়ে ক্ষমতাসীন দলের এই এমপির সদস্যপদ অবৈধ ঘোষণা হলো। সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল সালাম যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। জামাল উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মীর দায়ের করা ওই রিটে গত ফেব্রুয়ারি মাসে রুল দিয়েছিল হাই কোর্ট, যার চূড়ান্ত শুনানি শেষে এই রায় আসে। আদালতে রিটকারী পক্ষে শুনানি ছিলেন এম কামরুল হক সিদ্দিকী। সংসদ সদস্য আব্দুল সালামের পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন। সৈয়দ মামুন মাহবুব বলেন, গত নির্বাচনের আগে আব্দুস সালামের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করলেও হাই কোর্টের আদেশ নিয়ে তিনি নির্বাচন করেন এবং নির্বাচিত হন। নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আসা যায় কি-না, এই প্রশ্নে পরে এই রিট দায়ের করা হয়। আদালত রায় দিয়ে তার সংসদ সদস্য পদ বাতিল করেছে। “এটি একটি সিরিয়াস আইনগত প্রশ্ন। আমরা মনে করি, আমরা ন্যায়বিচার পাইনি। আমরা যথাসম্ভব দ্রুত উচ্চতর আদালতে আপিল করব।”