ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে ড. ইউনূস
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অনন্য এক সম্মান দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফোর্বস ম্যাগাজিন। আগামী ২রা ডিসেম্বর এ ম্যাগাজিনের যে ইস্যুটি বাজারে আসছে তার প্রচ্ছদে অন্যদের সঙ্গে থাকছেন ড. ইউনূস। এর প্রচ্ছদে লেখা হয়েছে ‘এন্ট্রিপ্রিনিউরস ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড’। অর্থাৎ উদ্যোক্তারাই পারেন বিশ্বকে রক্ষা করতে। ম্যাগাজিনটির নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, এর আগে ফোর্বস বের করেছিল ফিলানট্রোফিবিষয়ক ইস্যু। তারপর অপ্রত্যাশিত সাড়া পায় কর্তৃপক্ষ। ব্যাপক প্রশংসা পায় ম্যাগাজিনটি। করা হয় গঠনমূলক সমালোচনা। সেই ধারার প্রতি সম্মান দেখিয়ে এবার বের করা হচ্ছে এ ইস্যুটি। এতে প্রচ্ছদে ড. ইউনূসের সঙ্গে থাকছেন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলান জনসন সারলেফ, আইরিশ সংগীতশিল্পী ও ব্যবসায়ী বোনো, নিউ ইয়র্কভিত্তিক দাতব্য সংস্থা রবিন হুড-এর প্রতিষ্ঠাতা পল টুডোর জোনস, ইন্টারনেটভিত্তিক কেনাবেচার প্রতিষ্ঠান ই-বে এর প্রতিষ্ঠাতা জেফ স্কোল এবং লিজেল প্রিজেকার সিমনস। উল্লেখ্য, ফিলানট্রোফি ইস্যুতে বিশ্বের বিভিন্ন প্রান্তের কর্ম উদ্যমী মানুষদের তুলে ধরা হয়। তাদের কাজ সমাজ পরিবর্তনে কতটা অবদান রেখেছে তা সবিস্তারে বর্ণনা করা। তবে এবারের ইস্যুতে আমেরিকা থেকে আফ্রিকা পর্যন্ত কিভাবে কঠোর দারিদ্র্যের বিরুদ্ধে সমাধান দেয়া হয়েছে তা রয়েছে মূল বিষয়।