সব দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না : মজীনা
যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। সব দল অংশ না নিলে আগামী নির্বাচন জনগণের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, তেমন আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পাবে না।
বৃহস্পতিবার বিকালে নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসে আমেরিকান কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজপথে সহিংসতা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে মজীনা বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. ইউসুফ হারুণ মো. আব্দুলাহ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ভিসি প্রফেসর ড. সামছুল হক, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিভাগীয় কমিশনার আব্দুল জলিল ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুন-আর-রশীদ।