তফসিল ঘোষণা করলেই দেশ অচল করে দেয়া হবে : ফখরুল
যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিন থেকেই দেশ অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্দলীয় সরকারের ব্যবস্থা না করে তফসিল ঘোষণা করা হলে ওই দিন থেকেই গোটা দেশ অচল করে দেয়া হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি একথা বলেন। এর আগে শুক্রবার বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রথম বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান। ‘সর্বদলীয়’ সরকার প্রতিষ্ঠার প্রতিবাদে ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগরীরর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন নেতা-কর্মীরা। ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা সমাবেশে সভাপতিত্ব করেন। এদিকে সমাবেশকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাইরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও মাঠের চারপাশে ব্যাপক পুলিশ ও সাদা পোষাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সমাবেশের কারণে মৎস্য ভবন থেকে শাহবাগের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।