প্রধানমন্ত্রীর ওমরাহ্ পালন : দেশে ফিরবেন শনিবার

Hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মক্কা শরিফে ওমরাহ্ সম্পন্ন করেছেন। সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি ওমরাহ্ শুরু করেন। বেলা ১১টার দিকে তিনি সম্পন্ন করেন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, কনস্যুলেটর কনসাল জেনারেল নাজমুল ইসলাম, মো. আসাদুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তারা এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, প্রধানমন্ত্রী পবিত্র হারাম শরিফে জুমা নামাজ আদায় শেষে রাতে মদিনার উদ্দেশে রওনা হবেন। এখানে তিনি হযরত মুহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর শনিবার রাতে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।
এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী জেদ্দা পৌঁছান। এসময় সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ৫৫ জন সফরসঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রীর সাথে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button