যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক চৌধুরীর ইন্তেকাল

Farukশাহ শামীম আহমেদ: যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী ফারুক চৌধুরী ২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় ঢাকার উত্তরায় তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় উত্তরায় তার বাসভবনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজ রাতেই এম্বুলেন্সযোগে তার লাশ সিলেটে পৌছবার কথা রয়েছে। বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথের নিজগ্রামে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।
তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার নবাগী গ্রামে। নবাগী গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্ম ফারুক চৌধূরীর। নবাগীর আব্দুল আহাদ চৌধূরীর বড় ছেলে ফারুক চৌধূরী ব্যক্তিজীবনে একজন সফল ব্যবসায়ী ছিলেন। মহান মুক্তিযুদ্ধের এজন সংগঠক হিসেবেও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার অবদান ছিলো অনেক। একজন সজ্জন ব্যক্তি হিসেবে, একজন সংগঠক হিসেবে ফারুক চৌধূরী ছিলেন সকলের নিকট প্রিয়। প্রিয় এ মানুষটির মৃত্যুসংবাদ শোনে তার উত্তরার বাসায় ভিড় জমান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্র্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের লোকজন। লন্ডনে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে বিলেতের বাঙালি কমিউিনিটিতে শোকের ছায়া নেমে আসে।
ফারুক চৌধুরীর প্রিয় সংগঠন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ শোকাতুর কন্ঠে বলেন ফারুক এভাবে আমাদেরকে ফেলে চলে যাবে এরকম তো কথা ছিলো না। আজ দুপুরেই মৃত্যুর পূর্বে অনেকের সাথে তার কথা হয়েছে। ফারুক ছিলো আমার বন্ধু , আমার অবলম্বন। রাজনীতিবিদ হিসেবে ফারুক চৌধুরী, বন্ধু হিসেবে ফারুক তার তুলনা ছিলো সে নিজেই। আরেকজন ফারুক চৌধুরী আর হবে না। আমি একজন সহযোদ্ধাকে হারালাম। তার মৃত্যু সত্যিই বেদনার।
ফারুক চৌধুরী মৃত্যুতে শোকাহত যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, ফারুক ভাই ছিলেন খুবই ভালো মানুষ। দল মত সবার কাছে গ্রহণযোগ্য এ ব্যক্তিটি আমাদের সকলের  নিকট ছিলেন শ্রদ্ধাভাজন এবং সজ্জন। গত ১/১১ এর সময় তিনি জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে কারাবরণ করেন। জেলের অভ্যন্তরে একসাথে ছিলাম আমরা অনেকদিন। ফারুক ভাই সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ
ফারুক চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এক শোক বার্তায় তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর আদর্শের অকুতোভয় সৈনিক, প্রবাসে বাঙালী কমিউনিটির বিশ্বস্থ নেতা ও প্রচারবিমূখ সমাজসেবক ফারুক চৌধুরীর মৃত্যু দেশে-বিদেশে শোক বয়ে  নিয়ে এসেছে। তার শূন্যতা আওয়ামী পরিবার অনুভব করবে এবং তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও গভীর সমবেদনা জানান।
এদিকে তার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারমান একে আজাদ চৌধুরী, দপ্তরবিহীন মন্ত্রী বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইমরান আহমদ, কুয়েতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও কুয়েত বাংলাদেশ চেম্বার অব কমার্সের সহ সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল মুমিন চৌধুরী।
যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এক শোকবার্তায় তারা বলেন তাঁর মৃত্যুতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। এ ক্ষতি পূরণ হবার নয়। দলের এবং দেশের যেকোন আন্দোলন সংগ্রামে ফারুক চৌধুরীকে পাওয়া যেতো সর্বাগ্রে। যুক্তরাজ্য আওয়ামী পরিবারের এ ক্ষতি সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ ফারুক চৌধূরীর শোকহত পরিবারের প্রতি গভীর সমদেনা প্রকাশ করেন।
সিলেট জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ
যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী ফারুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি। এক শোক বার্তায় তারা বলেন, ফারুক চৌধুরী ছিলেন দেশে বিদেশে মুজিব আদর্শের এক পরিচিত মুখ। সমাজসেবা ও শিক্ষামূলক কর্মকান্ডেও তার অনন্য সক্রিয়তা ছিল। প্রবাসে এদেশের মানুষের বিভিন্ন অধিকার আদায়ে তিনি ছিলেন অগ্রভাগে।  এদেশের বিভিন্ন গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনেও তার ভূমিকা ছিল। ২০০৭ সালে কথিত ১/১১-এর সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনে দেশ-বিদেশের ৪০জন নেতাকর্মীদের সাথে তাকেও কারাবরণ করতে হয়। তাঁর চলে যাওয়া আওয়ামী পরিবারের জন্য এক বিশাল শূন্যতার সৃষ্টি করবে। বাংলাদেশ আওয়ামী লীগ পরিবার তার অবদান আজীবন স্মরণ রাখবে। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
লন্ডন মহানগর আওয়ামী লীগ
লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ ফারুক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন- একজন বড় মাপের নেতা, একজন সজ্জন ব্যক্তিকে হারিয়ে আমরা শোকাহত। আমরা তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
যুক্তরাজ্য ছাত্রলীগ
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ। সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক ঝলক পাল এক শোকবার্তায় শোক প্রকাশ করে বলেন, ফারুক চৌধূরীর মতো একজন সংগঠক, একজন নেতার অভাব অপূরণীয়। তাদের মতো নেতা আমাদের অভিভাবক ছিলেন বলেই ছাত্রলীগ আজ বর্হিবিশ্বে সুসংগঠিত। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এছাড়াও ফারুক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক শাহাবুদ্দিন আহমদ বেলালা, কবি হামিদ মোহাম্মদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, যুবলীগ নেতা আবুল কালাম মিসলু, বদরুজ্জামান শামীম, বাবুল খান, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা শায়েক আহমদ, আমিনুল হক জিলু, ব্শ্বিনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান একেএম সেলিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক ছাত্রলীগনেতা সারওয়ার কবির, ছাত্রলীগ নেতা কবির হোসেন খান,স্বপন শিকদার, নাজমুল হাসান আনু, নাজমুল ইসলাম ইমন প্রমূখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button