লাটভিয়ায় মার্কেট ধসে ৪৭ জনের মৃত্যু
লাটভিয়ার রাজধানী রিগায় একটি সুপার মার্কেটের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কেটের ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে রয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ব্যস্ত সময়ে এ দুর্ঘটনাটি ঘটে। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো হতাহতের খোঁজে তৎপরতা চলছে। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ ছাড়া দুর্ঘটনায় আরো অন্ততপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। কী কারণে মার্কেটের ছাদ ধসে পড়েছে তা পরিষ্কার নয়। তবে ঘটনার সময় মার্কেটটির ছাদে একটি বাগান নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে। মাক্সিমা চেইন কোম্পানির পরিচালনাধীন পাঁচ হাজার স্কয়ার ফিটের একতলা এই সুপার মার্কেটটি ২০১১ সালে চালু করা হয়েছিল। প্রথমে মার্কেটের ছাদের একটি অংশ ধসে পড়লে উদ্ধারকর্মীরা উদ্ধার প্রচেষ্টা শুরু করে। প্রায় ২০ মিনিট পর অপর অংশটি ধসে পড়ে। এতে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টারত উদ্ধারকর্মীরাও হতাহত হন। কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে প্রায় ৭০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।