গ্লোবাল ভিশনারী অ্যাওয়ার্ড পেলেন ড: ইউনূস
নোবেল জয়ী ড: মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণের পর সামাজিক ব্যবসার যে ধারণা দিয়েছেন সেজন্য নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি (কিউনি) তাকে ‘গ্লোবাল ভিশনারী অ্যাওয়ার্ড’ প্রদান করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির চায়না টাউনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে কিউনি বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারপার্সন ড: ফিলিপ এ বেরী এবং কিউনিতে এশিয়ান আমেরিকান রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক জয়েস ময় ইউনূসকে এ পুরস্কার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে ক্ষুদ্রঋণের ভূমিকার পাশাপাশি সামাজিক ব্যবসা নিয়ে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির পৌঁণে ৩ লাখ ছাত্রছাত্রীর কাছে ‘সামাজিক ব্যবসার’ নিগূঢ় তথ্য উপস্থাপন করেন। সেখানে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা মুগ্ধ হয়ে তার বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে ড: ইউনূস বলেন, নতুন প্রজন্মে উদ্ভাবনী শক্তি রয়েছে এবং তাকে কাজে লাগাতে হবে সমস্যা জর্জরিত এ বিশ্বকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে।
শুক্রবার সকালে (বাংলাদেশ সময় শুক্রবার রাতে) ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন ড: ইউনূস।