মিসরে মুরসি সমর্থক-বিরোধীদের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সাথে বিরোধীদের সংঘর্ষে শিশু ও যুবকসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালেহ আদেল (২১)। দেশ জুড়ে এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আটক করা হয়েছেন আরো ৩৫ জন। মিসরের স্থানীয় আল আহরাম পত্রিকা এ খবর জানিয়েছে। তবে এ সংঘর্ষে নিহতের সংখ্যা দু’জন বলে জানিয়েছে আলজাজিরা। অ্যাম্বুলেন্স অথোরিটির প্রধান আহমেদ এল-আনসারি জানান, এ ঘটনায় নিহত শিশুটির বয়স ১০ বছর। সংঘর্ষের চলাকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালেহ আদেল বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, সংঘর্ষের সময় ছাত্রটির মাথায় ইয়ারগানের গুলির আঘাত লাগে। নিহত ছাত্রটি গুলিবিদ্ধ হওয়ার আগে ক্যাম্পাসের দেয়ালের আবডাল থেকে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুড়ছিল বলে নিরাপত্তা বাহিনী অভিযোগ করে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিনারায় মুরসি সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে আরো একজন নিহত হন। গতকাল কায়রো ছাড়াও দেশটির আলেকজান্দ্রিয়া, আসুত, কাফর এল-দাওয়ার ও দামিয়েত্রা এবং সুয়েজ শহরেও সংষর্ষ হয়।