কুড়িয়ে পাওয়া পৌনে ২ কোটি টাকা ফেরত
কুড়িয়ে পাওয়া প্রায় পৌনে দুই কোটি টাকা ফেরত দিয়ে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক মার্কিন তরুণী। লুইজিয়ানার জেফারসন জেলার পুলিশের শিক্ষানবিশ কর্মকতা জেসিকা লিউবকি অফিস থেকে নিজ গাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে একটি অস্বাভাবিক দৃশ্য দেখতে পান।
তিনি দেখতে পান যে দুই ফিট বাই আড়াই ফিটের একটি বড় ব্যাগ পড়ে আছে। ব্যাগটি খুলে তিনি আরো অবাক হন। এর মধ্যে শুধু নগদ টাকার ভান্ডিল।
তিনি দেখেন, ব্যাগটিতে ২০ ও ১০০ ডলারের মোট ২ লাখ ২৩ হাজার ৬০০ ডলার (প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা) রয়েছে।
টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জেফারসনের পুলিশ কর্মকর্তাকে অবহিত করেন। পরে জানা যায়, টাকাগুলো ছিল বুমটাউন ক্যাসিনোর। পরিবহনের সময় এগুলো খোয়া যায়। পুলিশ তাদেরকে টাকা ফেরত দেয়ার পর তা দ্রুত ব্যাংকে জমা করা হয়। সূত্র: ইয়াহু নিউজ।