৫৬ হাজার বর্গমাইল জ্বলবে : জামায়াত
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াত নেতা কাদের মোল্লার রায় নিয়ে ‘নাড়াচাড়া করলে’ ৫৬ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন দলটির ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াত নেতা কাদের মোল্লার রায় নিয়ে ‘নাড়াচাড়া করলে’ ৫৬ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেয়া হবে। একই সঙ্গে জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে যদি এক মিনিটও সাজা দিলেও বাংলাদেশ ‘কাঁপিয়ে দেয়া হবে’ সরকার হুঁশিয়ার করেন তিনি।
শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও সাবেক এমপি আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত নেতাদের জেলে রেখে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে এবং জামায়াত নেতাদের মুক্ত করা হবে।
বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপি’র চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, জামায়াতের কর্ম পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমদ, বরকতুল্লাহ বুলু, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।