গফরগাঁওয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২শতাধিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার বিকালে বিএনপি কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে পৌর শহর রণক্ষেত্রে পরিণত হয়। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে বিএনপি’র ৩ নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে রেলওয়ে ষ্টেশন, অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা বিএনপির ২টি কার্যালয়, পৌরশাখা ছাত্রলীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। দুই দলের সশস্ত্র নেতাকর্র্মীদের মধ্যেও শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুলিশের ৩ সদস্য, ট্রেনযাত্রীসহ উভয় পক্ষের ২শতাধিক লোক আহত হয়। রবিবার বিকালে পৌরশহরের চামড়া গুদাম এলাকা দিয়ে বিএনপি’র একটি মিছিল উপজেলা সদরে  বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগদানের সময় উপজেলা চেয়ারম্যান সমর্থিত আওয়ামী লীগের নেতা কর্র্র্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ খবর উপজেলা সদরে পৌছলে বিএনপির কর্মীরা গুলি করতে করতে গফরগাঁও রেলষ্টেশন হয়ে বাজারে প্রবেশ করতে চাইলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়। পৌরশাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর মোজাম্মেল হোসেন মনন জানায়, পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ করে বৃষ্টির মত রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের রাবার বুলেটে আমাদের দলের শতাধিক নেতাকার্মী আহত হয়। গুরুতর আহত পুলিশ কনষ্টেবল রুবেল মিয়া, যুবদল নেতা আনসারুল, বিএনপি নেতা জয়নালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button