খালেদা জিয়ার সঙ্গে বিকল্প ধারার বৈঠক
সরকার পতনের আন্দোলনে এক সঙ্গে রাজপথে থাকার কথা জানিয়েছেন বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান এবং যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারার চার সদস্যের একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
রাত পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বিকল্পধারার এ মুখপত্র বলেন, বিএনপির সঙ্গে জোটবদ্ধ না হলেও তাদের সঙ্গে আন্দোলন চালিয়ে যাব। আমাদের সঙ্গে কয়েকটি দলের আলোচনা চলছে, খুব শিগগিরই আমরা জোটবদ্ধ হব।
সরকার যে নির্বাচন করতে চাচ্ছে তা তামাশার নির্বাচন। বিকল্পধারা এ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলেও ঘোষণা তিনি।
বৈঠকে অংশ নেয় বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি চৌধুুরী, দলের প্রেসিডিয়াম সদস্য ড. নুরুল আমীন ব্যাপারী ও যুগ্ম-মহাসচিব আব্দুর রউফ। এছাড়া অন্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।