কারী অস্কার ২০১৩ এওয়ার্ড অনুষ্ঠান ২৫ নভেম্বর লন্ডনে
সৈয়দ শাহ সেলিম আহমেদ: এ বছর ব্রিটিশ বাংলাদেশী-এশিয়ান কারী ইন্ডাস্ট্রির এওয়ার্ড অনুষ্ঠান, যা কারী অস্কার হিসেবে সর্বাধিক খ্যাত, অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর ২০১৩ লন্ডনের বার্টারর্সী পার্কে। এবারের কারী এওয়ার্ড অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকার সমূহ সম্ভাবনা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন সহ ব্রিটিশ সোসাইটির ১,৮০০র মতো নির্বাচিত সেলেব্রিটি ও বিভিন্ন পেশার প্রফেশনাল- উদ্যোক্তা এনাম আলী এমবিই এমনটাই জানালেন।
বাংলাদেশী ৩ হাজার রেস্টুরেন্ট সহ প্রায় ৪০ হাজারের মতো আবেদন জমা পড়েছে এই এওয়ার্ড এর জন্য, যেখান থেকে প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে সেরা রেস্টুরেন্ট, সেরা শেফ ইত্যাদি শাখায় এওয়ার্ড প্রদান করা হবে।
এবারকার এওয়ার্ড অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো ইউকে ছাড়াও ইউরোপ, আমেরিকা ও বাংলাদেশের দর্শকেরা এই এওয়ার্ড অনুষ্ঠান উপভোগ করার সুযোগ লাভ করবেন।
কারী অস্কার এওয়ার্ডের এবারকার মিডিয়া পার্টনার এনটিভি ইউরোপ ছাড়াও বিবিসি-টু, এটিএন, স্টার প্লাস, এবিসি রেডিও, চ্যানেল এস এই অনুষ্ঠান সরাসরি টেলিকাষ্ট করবে বলে অর্গেনাইজার সূত্রে জানা গেছে ।