টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড-আফগানিস্তান

T 20আগামী মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড-আফগানিস্তানের। বাছাই পর্ব পেরিয়ে আসা ৬টি দল টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলবে। সেখানে তাদের সঙ্গী হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। রবিবার আবুধাবিতে হংকংকে ৮৫ রানে হারানোর সুবাদে ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় আয়ারল্যান্ডের।
৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। পল স্টার্লিংয়ের ৪৫ বলে ৭৭ ও কেভিন ও’ব্রায়েনের ২৭ বলে অপরাজিত ৬২ রানের দুটো ঝড়ো ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। জবাবে জেমি অ্যাটকিনসন ৪৮ রান করলেও ১৭ ওভার ১ বলে ১২২ রানে অলআউট হয়ে যায় হংকং।
১০ রানে ৪ উইকেট নিয়ে স্টার্লিং আয়াল্যান্ডের সেরা বোলার। ‘বি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে ৩৪ রানে কেনিয়াকে হারিয়েছে। নূর আলী জার্দানের ৫০ ও নাজিবুল্লাহ জার্দানের ৩৩ রানের সুবাদে ৯ উইকেটে ১৪৮ রান করে আফগানিস্তান।
জবাবে রাকেপ প্যাটেল ৫২ ও স্টিভ টিকোলো ২৫ রান করলেও ১৮ ওভার ২ বলে ১১৪ রানে অলআউট হয়ে যায় কেনিয়া। ১৩ রানে ৫ উইকেট নিয়ে কেনিয়ার সেরা বোলার সলিমুল্লা সেনওয়ারি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button