সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ১০০ বিদ্রোহী নিহত

Syriaসিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গোতা এলাকায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাদের সঙ্গে গত তিনদিনের সংঘর্ষে প্রায় ১০০ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন।
লন্ডনভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে দাবি করেছে, গত তিনদিনের ভয়াবহ সংঘর্ষে সরকারি বাহিনীর হাতে ৯৬ জন বিদ্রোহী নিহত হয়। এর মধ্যে শুধু রবিবার নিহত হয়েছে ৫৬ জন ।
গত ১৭ নভেম্বর রাজধানী দামেস্কের একটি সামরিক ঘাঁটির কাছে ভয়াবহ বোমা হামলায় ৩১ জন সেনা নিহত হয়। এর মধ্যে তিন জন জেনারেল এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। ওই হামলার পর বিদ্রোহীদের বিরুদ্ধে  সেনা অভিযান জোরদার হয়েছে।
২০১১ সাল থেকে বিদ্রোহীদের সহিংসতার কবলে পড়েছে সিরিয়া। জাতিসংঘের তথ্য মতে- এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে এক লাখের বেশি মানুষ। এর মধ্যে বেশিরভাগই বেসামরিক লোকজন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button