কক্সবাজারে জামায়াতের মিছিলে পুলিশের গুলি, আহত ৫
নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদের কক্সবাজার শহরে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে কক্সবাজার শহর জামায়াত। মিছিলটি শহরের প্রধান সড়কের বাজারঘাটা থেকে বার্মিজ প্রাইমারি স্কুল বরাবর পৌঁছলে পেছন থেকে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। শহর জামায়াতের সহকারি সেক্রেটারি আবদুল্লাহ ফারুক জানান, পুলিশ বিনা উস্কানিতে মিছিলের পেছনে গুলি চালায় এতে তাদের পাঁচ নেতা কর্মী আহত হয়েছে। কক্সবাজার মডেল থানা পুলিশের পরিদর্শক জসিম উদ্দীন জানান,পুলিশকে লক্ষ করে জামায়াতের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে। শহরে আতংক ছড়িয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। অপরদিকে তফসিল ঘোষণার সাথে সাথেই জামায়াত শিবির কর্মীরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও কক্সবাজার টেকনাফ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে শহরে আওয়ামী লীগ তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল বের করে।