তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ব্যাপক বিক্ষোভ
দশম জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ১৮ দলীয় জোটসহ সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। তফসিলের প্রতিবাদে সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিুব্ধ জনতা গাড়িসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করেছে। হাজার হাজার গাড়িসহ যানবাহন ভাঙচুর করেছে। অনেক স্থানে পুলিশের গাড়িতে প্রতিবাদকারীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশসহ অসংখ্য আহত হয়েছে। পুলিশ ১৮ দলের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বগুড়ায় নির্বাচন অফিসে বোমা : পুলিশের গুলিতে আহত ৫০ বগুড়া অফিস জানায়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ায় বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ, বগুড়া-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ১৮ দল। পুলিশ গুলি, লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়েছে। সোমবার রাত ৮টায় এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। শহরে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। তফসিল ঘোষণার পর রাত ৮টায় জেলা বিএনপি অফিস থেকে ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে বগুড়া জেলা ১৮ দলের নেতাকর্মীরা বিরাট বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের সাতমাথা হয়ে থানা রোড হয়ে থানার পাশে পৌঁছলে হঠাৎ করে পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও লাঠিচার্জ করে। এতে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হন। একই সময় জামায়াতের একটি বিক্ষোভ মিছিল সাতমাথা পার হয়ে পার্ক রোড ধরে চলে যায়। এ সময় ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটে। তখন পুলিশ ২৫-৩০ রাউন্ড গুলি করে। একই সময় বগুড়া শহরের মাটিডালি এলাকায় বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা অসংখ্য গাড়ি ভাঙচুর করে। হাজার হাজার মানুষ মহাসড়ক অবরোধ করে রাখে। শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় দু’টি গাড়িতে আগুন, সাত-আট সিএনজি অটোরিকশা ও পাঁচ-ছয়টি বাসের গ্লাস ভাঙচুর করে। শেরপুর উপজেলা নির্বাচন অফিসে পেট্রল বোমা ও ককটেল হামলা হয়েছে। ১৮ দলের নেতাকর্মীরা ধুনট মোড়ে পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করে রাস্তা অবরোধ করে। রাস্তা জনশূন্য হয়ে পড়েছে। বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ রাবার বুলেট চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, যুবদল নেতা মোখলেছুর রহমান ডলারসহ পাঁচ নেতা গুলিতে আহত হয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, চারটি ককটেল, চাকু, তেলের জারকিনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতটি রাবার বুলেট ব্যবহার করা হয়েছে তার হিসাব চলছে। নরসিংদীতে গাড়ি ভাঙচুর