পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন। মঙ্গলবার বিকাল চারটার দিকে তারা লিখিতভাবে এ পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্য়ালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর হাতে জমা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যান উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী জাস্ট নিউজকে বিষযটিস নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাদের জানিয়েছেন দু’এক দিনের মধ্যে পদত্যাগপত্র গ্রহন এবং কার্যকর করে গেজেট প্রকাশ করা হবে।
সৈয়দ মোদাচ্ছের আলীয় জানিয়েছেন, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, শিক্ষা, সামাজিক ও রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম পদত্যাগপত্র দিয়েছেন।
তিনি জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব. তারেক সিদ্দিকী এখনো পদত্যাগপত্র দেননি। তারা সম্ভবত উপদেষ্টা পরিষদে থাকবেন।
এর আগে সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টার জরুরি বৈঠকে পুরানো উপদেষ্টাদের পদত্যাগের সিদ্ধান্ত হয়ে। বৈঠকে এইচটি ইমাম, ড. মসিউর রহমান, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ এবং ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম উপস্থিত ছিলেন।
জানা গেছে, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার আকার ছোট হওয়ার কারণেই প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। তাই পদত্যাগ করতে হচ্ছে পুরনো সাত উপদেষ্টাকে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫১ সদস্যের মন্ত্রিসভার সময়কালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সাতজন। বর্তমানে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের ২৯ সদস্যের মন্ত্রিসভার সময়কালে ১১ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে সমন্বয় আনতেই পদত্যাগ করছেন সাত উপদেষ্টা।
তবে নতুন চার উপদেষ্টা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জাতীয় পাটির্র প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু স্বপদে বহাল থাকবেন বলে জানা গেছে।