সিলেটে ১৮ দলের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলের সারা দেশে সড়কপথ, নৌপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি সিলেটে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত চলবে। অবরোধ চলাকালে এ পর্যন্ত সিলেটে কোথাও বড়ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর বাইরে বিভিন্ন সড়ক অবরোধ করার খবর পাওয়া গেছে। বিএনপি- জামায়াত কর্মীরা হুমায়ুন রশিদ চত্তরে অবরোধ করে রেখেছে বলে আমাদের ভ্রাম্যমান প্রতিনিধি মুঠোফোনে জানিযেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।নগরীতে অনেকটা হরতালের আমেজ লক্ষ করা যাচ্ছে।স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করলেও সিলেট থেকে ছেড়ে যায়নি কোনো যানবাহন। এদিকে মঙ্গলবার সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের স্লিপার উপড়ে ফেলায় সিলেট-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, ও ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।