অবরোধে অচল দেশ : সংঘর্ষ-গুলি, নিহত ৬

Dhaka১৮ দলের আহ্বানে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের প্রথম দিনে আন্ত:জেলা যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও দূরপাল্লার কোনো যান চলাচল করছে না। এমনকি নগর পরিবহনও স্থবির হয়ে আছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ট্রেন ও নৌপথ। এ পর্যন্ত নিহত হয়েছে ছয়জন। এদের মধ্যে তিনজন বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর এবং একজন যুবলীগ কর্মী এবং একজন স্বেচ্ছাসেবক লীগ কর্মী। এছাড়া কুমিল্লায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। কুমিল্লার লাকসামে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে বাবুল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছে। নিহত বাবুলকে নিজেদের কর্মী দাবি করেছে বিএনপি। সকালে সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের সময় পুলিশের টিয়ারশেলে সাকমান হোসেন নামে বিএনপির আরেক কর্মী নিহত হয়েছেন। অপরদিকে সাতীরায় পৃথক ঘটনায় মাহবুবুল আলম নামে এক যুবলীগ কর্মী এবং এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। নিহত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম রবিউল ইসলাম। বিকেলে বগুড়ায় পুলিশের হামলায় এক যুবদলকর্মী নিহত হয়। তার নাম ইউসুফ হোসেন (২৬)। বিকেলে কুমিল্লায় এক বিজিবি সদস্য নিহত হন।
মঙ্গলবার ভোর থেকে রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী টার্মিনাল থেকে সকাল থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোন বাস চলাচল করছে না। অপরদিকে বিভিন্ন স্থানে রেললাইনের স্লিপার উপড়ে ফেলা, আগুন ও অবরোধের কারণে ট্রেন যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ইমাম বাড়িতে রেল লাইন উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আটকা পড়া চট্টলা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামগঞ্জ রেলস্টেশনের কাছে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ট্রেনের বগিতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া বগুড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়েছে নৌপথেও নৌযান চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচির শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। সকালে সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছে। খুলনায় অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরনো ঢাকার চকবাজারে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের স্লিপার উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজশাহীতে সড়ক অবরোধ চলাকালে পুলিশের সাথে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল হোসেন চৌধুরী শান্তসহ তিনজন গুলিবিদ্ধ ও কমপে ১৫ জন আহত হয়েছেন। রাজধানীর উত্তরার আজমপুরে রেললাইন অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। ঢাকা-মোহনগঞ্জ আন্তঃনগর হাওড় এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button