একতরফা নির্বাচন প্রতিরোধের আহ্বান ফিনল্যান্ড বিএনপির
সাদিয়া চৌধূরী লিসা ফিনল্যান্ড থেকে: তফসিল ঘোষণার নিন্দা করে জনগণকে একতরফা নির্বাচন প্রতিরোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা।
দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা সরকারের মদদেই নীল নকশা বাস্তবায়নের তফসিল ঘোষণা করেছে।
নির্বাচনের নামে প্রহসনে অংশ না নেওয়ার জন্য তিনি দেশবাসীসহ সবাইকে আহ্বান জানান ।
তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধকে সফল করার জন্যও জামান সরকার দেশবাসীকে আহবান জানান।
এসময়ে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বদরুম মনির ফেরদৌস, সহসভাপতি মোঃ আওলাদ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, সহসভাপতি নাসির খান, আদুল্লাহ আল মাসুদ, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক নিজামউদ্দিন নিজাম, তাপস খান, ফিনল্যান্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল, ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক রাইসুল ইসলাম, নাসির উদ্দিন মজুমদার, মোস্তাক সরকার, বিএনপি নেতা মাহফুজুর রহমান, নাজমুল হাসান, আরিফ আহমেদ, গাজী জসিম, সাজিদ খান জনি, ফাহমিদ উস সালেহীন প্রমুখ। বিজ্ঞপ্তি।