বেকারত্ব দূরিকরনে ব্যাবসায়িক সংগঠন গুলো নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখতে পারে

Mariবেকারত্ব ও অর্থনৈতিক মন্দা সব মিলিয়ে বৃটেন একটি কঠিন সময় পার করছে। প্রশিক্ষন,  সেমিনার ও জব ফেয়ারের মাধ্যমে বেকারদের কর্মক্ষম করে তোলতে ব্যাবসায়িক সংগঠনগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে। এমন্তব্য ক্রীড়া-সংস্কৃতি ও মিডিয়া বিষয়ক মন্ত্রী রাইট অনারেবল মারিয়া মিলার এমপি‘র। গত ২০ নভেম্বর মিডলসেক্সের হ্যারো পিনারে এন্টারপ্রাইজ ডে ইন হ্যারো সেমিনারে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বৃটেনেও পড়েছে এই মূহুর্থে বেকারত্ব দূরীকরনে ব্যাবসায়িক সংগঠন গুলোকে বেকারদের পাশে দাড়াতে হবে। হ্যারো টেডার এসোসিয়েশনের চেয়ার ও সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে বক্তব্য রাখেন কাউন্সিলার লারলাইন চ্যামপেইন ওবিই,কাউন্সিার জিনলামিমান. আসছে সংসদ নির্বাচনে এমপি প্রার্থী রীনা রানগার সহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ। এই সেমিনারে ২০টি ব্যাবসায়িক প্রতিষ্টান অংশ নেন। স্থানীয়-জাতীয় ও আন্তর্জাতিক ভাবে কর্মসংস্থান, বেকারদের ভবিষ্যতের জন্যে তৈরী করতে প্রতিবছর নভেম্বর মাসে  “গ্লোবাল এন্টারপ্রাইজ  পার্টনারশিপ উইক ইন-দি ওয়াল্ড’’ সপ্তাহ হিসেবে বৃটেনে এই সপ্তাহ করা হয়। আর এই সপ্তাহকে সামনে রেখে প্রতিবছর হ্যারো টেডার এসোসিয়েশন জব এস্কিভিশন এর আয়োজন করে থাকে এবছরও তার ব্যাতিক্রম হয়নি।
ক্যাপশনঃ ক্রীড়া-সংস্কৃতি ও মিডিয়া বিষয়ক মন্ত্রী রাইট অনারেবল মারিয়া মিলার এমপি‘র সাথে হ্যারো টেডার্স এসোসিয়েশন চেয়ার সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button