রাজশাহীতে সংঘর্ষ মেয়রসহ গুলিবিদ্ধ ১৫

রাজশাহীতে ১৩টি পয়েন্টে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্তত ১৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক নেতাকর্মী। অবরোধ ও রাজশাহীতে বিএনপির ডাকা বুধবারের আধাবেলা হরতালের সমর্থনে বিএনপিকর্মীরা মিছিল বের করলে পৃথক পৃথক সংঘর্ষ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর দড়িখড়বোনা এলাকায় নগরজুড়ে বুধবারের আধাবেলা হরতাল ও ১৮ দলীয় অবরোধের সমর্থনে মিছিল বের করে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে মিছিলটি নগর ভবনের সামনে পৌঁছলে এপিসি কার থেকে টহল পুলিশ মিছিলে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় মিছিলকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ওই এলাকায় অবস্থিত এবি ব্যাংকের এটিএম বুথসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আহত হন। দু’টি রাবার বুলেটে তার বাম পা ও ডান হাতে আঘাত হানে। তাকে নগরীর হলিপ্যাথ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে নগরীর মালোপাড়া ও রাজারহাতা এলাকায় বিএনপির মিছিলে গুলি চালায় পুলিশ। এ ছাড়া নগরীর তেরখাদিয়া, বহরমপুর, ডিঙ্গাডোবা, খড়খড়ি, বায়া বিমানবন্দর এলাকাসহ ১৩টি পয়েন্টে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় এতে অন্তত ১৫ নেতাকর্মী গুলিবিদ্ধসহ আরও শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আবু সালেহ শাহ মোহাম্মদ গোলাম মাহমুদ বলেন, সন্ধ্যার পর থেকেই নগরজুড়ে নাশকতার চেষ্টা চালায় বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসব ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button