মহানবী (সাঃ)-র ওপর সেমিনার
মদিনায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে মহানবী হযরত মুহম্মদ (সাঃ)-এর ওপর বৈশ্বিক এক সম্মেলন। সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান এ সম্মেলন সোমবার উদ্বোধন করেন। এজন্য ওই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আবদুল রহমান আল সানাদ পবিত্র দুই মসজিদের রক্ষক বাদশাহ আবদুল্লাহ, ক্রাউন প্রিন্স সালমান ও প্রিন্স মুকরিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন মদিনার গভর্নর প্রিন্স ফয়সল বিন সালমান, শিক্ষামন্ত্রী খালিদ আল আঙ্গারিকে। এ সম্মেলনের প্রথম পর্বের বিষয়বস্তু ‘দ্য ইউনিভার্সাল প্রফেট মুহম্মদ (সাঃ) অ্যান্ড হিজ মেসেজ’। অর্থাৎ, সারা বিশ্বের মহানবী হযরত মুহম্মদ (সাঃ) ও তার বার্তা। দ্বিতীয় পর্বে আলোচনা হবে মহানবী (সাঃ) এবং বিশ্বব্যাপী মানবাধিকারের নীতি। এভাবে আরও কয়েকটি পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন স্থানের ইসলামী চিন্তাবিদরা।