স্কটল্যান্ডের স্বাধীনতা ইশতেহার প্রকাশ
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড আনুষ্ঠানিকভাবে দেশটির স্বাধীনতার নকশা সূচক ইশতেহার প্রকাশ করেছেন। তিনি এটাকে স্কটল্যান্ডের ভবিষ্যতের দিকনির্দেশনা বলে আখ্যায়িত করেন। ৬৪৯ পাতার এ ইশতেহার শিশুকল্যাণকে মুখ্য রেখে সামাজিক উন্নয়নে বিপ্লব সৃষ্টি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে সাবেক ইউকে চ্যান্সেলর অ্যালিস্টার ডার্লিং এটাকে কল্পকাহিনী এবং অর্থহীন বিবৃতি বলে আখ্যা দিয়েছেন। স্কটল্যান্ডের স্বাধীন দেশ হওয়া উচিত কিনা নির্ধারণের জন্য ১৮ই সেপ্টেম্বর স্কটিশ ভোটাররা গণভোটে অংশ নেবেন। ইশতেহার শিরোনাম রাখা হয়েছে ‘স্কটল্যান্ডের ভবিষ্যৎ’।