স্বাধীনতা অর্জনের পথে স্কটল্যান্ড
স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে স্কটল্যান্ড। এ বিষয়ে সেখানে আগামী বছর ভোট হবে। যদি বেশির ভাগ নাগরিক এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় তাহলে ২০১৬ সালের ২৪শে মার্চ এটি হবে স্বাধীন দেশ। ৩০৬ বছর ধরে তারা রয়েছে যুক্তরাজ্যের অধীনে। তা থেকে বেরিয়ে আসার এমন ঘোষণা দিয়েছে স্কটল্যান্ডের সরকার। প্রথমবারের মতো রোববার এ ঘোষণা দেয়া হয়। এ দেশের উন্নয়ন বিষয়ক সরকার নিয়ন্ত্রণ করে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)। সেই সরকার ঘোষণা করেছে, দেশকে স্বাধীন করা নিয়ে তারা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবে। স্কটল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টুর্গেন বলেছেন, আমরা আগেই বলেছি যে, স্কটল্যান্ড স্বাধীন হবে ২০১৬ সালের মার্চে। আমরা যে শ্বেতপত্র প্রকাশ করেছি তাতে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী এ দেশ স্বাধীন হবে ওই বছরের ২৪শে মার্চ। বৃটেনের সানডে টাইমস পরিচালিত এক জনমত জরিপে দেখা যাচ্ছে, শতকরা ৩৮ ভাগ স্কটল্যান্ডবাসী স্বাধীনতার পক্ষে। এর বিরোধী শতকরা ৪৭ ভাগ নাগরিক। কোন পক্ষে মত দেয়নি শতকরা ১৫ ভাগ।