আ’লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত : দু’-এক দিনের মধ্যে প্রকাশ
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য চূড়ান্ত। বুধবার সকালে দলটির পার্লমেন্টারি বোর্ড বৈঠক করে তিন শ’ আসনের মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বুধবার সকাল ১১টায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নিয়ে দলের হাইকমান্ডের একটি বৈঠকও হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
বৈঠকে তিন পদ্ধতিতে খতিয়ে তৈরি প্রায় সাড়ে তিন শ’ সম্ভাব্য প্রার্থীর তালিকা যাচাই বাছাই করে তিন শ’ জনের একটি চূড়ান্ত তালিকা করা হয়েছে। তবে দু’-একটি আসনে বিকল্প প্রার্থীও রাখা হয়েছে বলে পার্লামেন্টারি বোর্ডের একটি সূত্র জাস্ট নিউজকে জনিয়েছে।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থীরা দলের সিনিয়র এবং শীর্ষ নেতাদের ব্যক্তিগত কার্যালয়, রাজনৈতিক কার্যালয় এবং বাসা বাড়িতে নানাভাবে লবিং তদবির শুরু করেছেন। শোনা গেছে, মনোনয়ন নিজের পক্ষে নিতে নানাভাবে সিনিয়র নেতাদের ম্যনেজও করার খবরও পাওয়া গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন জাস্ট নিউজকে জানান, আগামী নির্বাচনে দলের মনোনয়ন তালিকা চূড়ান্ত হয়ে গেছে। তালিকা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কাছে আছে। বুধবার সকালে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পরই তালিকা প্রার্থীদের জানিয়ে দেয়া হবে।