অবরোধের দ্বিতীয় দিনে সহিংসতায় নিহত ৭ জন
১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বুধবার দেশের বিভিন্ন স্থানে সাতজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি-জামায়াতের সাথে পুলিশ-আওয়ামী লীগের সংষর্ষে দুইজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। যদিও জামায়াতের দাবি এখানে মৃতের সংখ্যা ৩। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন- ধুকুরিয়া বেড়া গ্রামের রিয়াজউদ্দিন ফকিরের ছেলে ও জামায়াত নেতা মাওলানা আব্দুল জলিল (৫৫) ও চাঁদমিটুয়ানী গ্রামের সামসুল আলম সরকারের ছেলে ও ৩ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ (২৫)। বুধবার মধ্যরাতে সাতীরায় র্যাব-পুলিশের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে এক জামায়াতকর্মী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহত শামসুর রহমান (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের আব্দুল মাজেদের ছেলে। দুপুরে একই জেলায় অবরোধের জন্য গাছ কাটার সময় গাছচাপায় নিহত হয়েছেন এক মহিলা। ঢাকায় গতকাল ককটেলে আহত আনোয়ারা বেগম বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদিকে চট্টগ্রামের পটিয়ায় অবরোধকারীদের ধাওয়ায় সিএনজিচালিত অটোরিক্সা উল্টে একজন নিহত হয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ঘটছে। এদিকে রেল লাইনে নাশকতার ফলে কমলাপুর রেলস্টেশনের সব ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে।