চলমান অবরোধ বাড়ল ১২ ঘণ্টা
বিরোধী ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আরো ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। অবরোধ চলাকালে হত্যা, নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে বর্ধিত সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ অবরোধ।
অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকেল পৌনে ৫টার দিকে সার্বিক অবস্থা তুলে ধরতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ৪৮ ঘণ্টার অবরোধে গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে সারা দেশে নেতাকর্মীদের হত্যা নির্যাতনের প্রতিবাদে অবরোধ ১২ ঘণ্টা বাড়ানো হলো। এছাড়া আগামী শুক্রবার অবরোধ কর্মসূচিতে সরকারি বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হাতে নিহত নেতাকর্মীদের গায়েবানা জানাজা নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অবরোধের প্রথম দুই দিনে মঙ্গলবার ও বুধবার সারা দেশে সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছে।