বাংলাদেশ পরিস্থিতিতে উদ্বিগ্ন পশ্চিমা কূটনীতিকদের বৈঠক
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও রাজনৈতিক অচলাবস্থায় উদ্বিগ্ন পশ্চিমা কূটনীতিকরা। গতকাল মঙ্গলবার প্রায় ১৫টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এক বৈঠকে দেশব্যাপী বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে ব্যাপক প্রাণহানি ও সহিংসতায় গভীর উত্কণ্ঠা প্রকাশ করেন। কানাডার হাইকমিশনার হিদায় ক্রুডেন তার বাসভবনে এই বৈঠকের আয়োজন করেন। সোমবার নির্বাচনী তফসিল ঘোষণার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে। দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে কোন সমঝোতার উদ্যোগ নেই কিংবা কার্যকর সংলাপও হচ্ছে না। এ অবস্থায় দুই পক্ষকে নমনীয় মনোভাব দেখাতে হবে ও সংলাপে বসে বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে বলে মত দেয়া হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, স্পেন, ডেনমার্ক, তুরস্ক, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন।