ডিসেম্বরে ইরানে নিষেধাজ্ঞা তুলে নেবে ইইউ

EUইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী ডিসেম্বরের শুরুতেই ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস। খবর বিবিসি
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতির সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক চুক্তির আওতায় ইইউ এ পদক্ষেপ নেবে বলে সোমবার জানান তিনি।
এ চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে রাজি হয়েছে এবং এর বিনিময়ে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কমাতে রাজি হয়েছে। ফরাসি বেতারে ফ্যাবিউস বলেছেন, সীমিত পর্যায়ে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে আগামী দু’এক সপ্তাহের মধ্যে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন।
এরপর ইইউ’র পক্ষ থেকে আরোপিত কোনো নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য এর ২৮টি সদস্য দেশেরই অনুমোদন লাগবে। নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে সীমিত পর্যায়ে এবং তা করা হতে পারে ডিসেম্বর থেকেই।
তবে ইরান চুক্তি অনুযায়ী কাজ না করলে এসব নিষেধাজ্ঞা আবার আরোপ করা হতে পারে বলেও হুমকি দিয়েছেন ফ্যাবিউস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button