সৌদি আরবে পাকিস্তানির শিরোচ্ছেদ
সৌদি আরব কর্তৃপক্ষ মাদক চোরাকারবারির অভিযোগে দোষী সাব্যস্ত পাকিস্তানি এক ব্যক্তির শিরোচ্ছেদকরেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। হেরোইন পাচারের চেষ্টার সময় ধরা পড়েছিল ওই ব্যক্তি। ধরা পড়ার পর সাথে থাকা হেরোইনের প্যাকেট গিলে ফেলে সে। ওই ব্যক্তির কাছে কি পরিমাণ হেরোইন ছিল, সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে অভিযুক্ত ওই ব্যক্তির শিরোচ্ছেদ করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটিতে এ বছর এ পর্যন্ত মোট ৭২টি মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো। ২০১২ সালে সৌদি আরবে ৭৬টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অবশ্য, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসের পরিসংখ্যান অনুযায়ী, ওই বছর ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ধর্ষণ, হত্যা, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালান ইত্যাদি গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে সৌদি আরবে।