হবিগঞ্জে পুলিশ-স্বেচ্ছাসেবক দল সংঘর্ষে আহত ২০
বুধবার দুপুরে পুলিশের হামলার ঘটনাকে কেন্দ্র করে শহরে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়েছে। এ সময় ৩ পুলিশ কনস্টেবল, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৩০), এস এম রমজান (২৪), ইকবাল মিয়া (২৬), জেলা ছাত্রদল নেতা আরিফে রাব্বানী টিটু (৩০), শুভ (২২) ও রাসেল মোল্লা (২৫)-সহ ২০ বিএনপি কর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আল-আমিন নামে স্বেচ্ছাসেবক দল কর্মীকে আটক করেছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, মিছিলকারীরা মিছিলের নামে শহরে নাশকতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় বাধা দিলে মিছিলকারীরা পুলিশের উপর হামলা চালায়। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিসহ ৫টি স্থানে, বাহুবল উপজেলার মিরপুর, মাধবপুর উপজেলার ডাকবাংলো ও নোয়াপাড়াসহ ৮টি স্থানে বিএনপির নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করছে। তবে শায়েস্তাগঞ্জ মেজর জেনারেল এম এ রব গোল চত্বরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে জেলা বিএনপির সহসভাপতি ও সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার নেতৃত্বে অবরোধকালে একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। শায়েস্তাগঞ্জ জংশনে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন অবরোধকারীরা ১০ মিনিট আটকে দেয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।