হেফাজত বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু : অস্ট্রেলিয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয় হাইকমিশনার গ্রেগ উইলকক বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি বলেন, সংলাপ ছাড়া রাজনৈতিক সংহিসতার কোনো সমাধান নেই। তিনি বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। গত ৪ সেপ্টেম্বর হেফাজতের সাথে অস্ট্রেলিয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার টিম বল্টনিকফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, হেফাজত বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু। তাই তাদের দৃষ্টিভঙ্গি জানতেই আমাদের প্রতিনিধি দল তাদের সাথে সাাৎ করেছে। চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে গ্রেগ সংলাপের উপর জোর দিয়ে বলেন, সংলাপ ছাড়া রাজনৈতিক সংহিসতার কোনো সমাধান নেই। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে সৌজন্য আলাপ করতেই এখানে আসা। দুই দেশের মধ্যকার পারস্পারিক সম্পর্ক কিভাবে আরো উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে।