রাহিল শরিফ পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান
লে. জেনারেল রাহিল শরিফকে পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান নিযুক্ত করা হয়েছে। মধ্যপন্থী লোক হিসেবে পরিচিত এই কর্মকর্তা জেনারেল আশফাক কিয়ানির স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রী (নওয়াজ) এবং নতুন সেনাপ্রধান (রাহিল) উভয়ের নামের সাথে শরিফ শব্দটি থাকলেও তাদের মধ্যে কোনো আত্মীয়তা নেই। এই পদে সম্ভাব্য যে তিনজনের নাম শোনা যাচ্ছিল, তাদের কেউ শেষ পর্যন্ত সফল হননি। লে. জেনারেল রাহিল শরিফ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পদাতিক বাহিনীর সদস্য। তার এক ভাই ১৯৭১ সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নিহন হন। তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম চৌকষ কর্মকর্তা। রাহিল শরিফ তেহরিক ই ইসলামের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে ভারতের মতোই হুমকি বলে মনে করেন বলে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।