নির্বাচন কমিশন এখন যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী : প্রধানমন্ত্রী
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি’র) একটি প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রতিনিধি দল আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় ৫২ জাতির এই সংস্থার ‘স্পেশাল কনফারেন্স অন উইমেন লিডারশিপ’-এ যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ক্রমেই দৃঢ় ভিত্তি লাভ করেছে এবং অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশন এখন যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। খবর বাসসের।
আঞ্চলিক সহযোগিতা উন্নয়নে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ওশেনিয়ার দেশগুলোর রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে ২০০০ সালে ‘আইসিএপিপি’র যাত্রা শুরু হয়। বর্তমানে ৫২টি দেশের ৩৪০টি রাজনৈতিক দল ‘আইসিএপিপি’র কার্যক্রমে অংশগ্রহণের যোগ্য।
আবুল কালাম আজাদ জানান, ‘আইসিএপিপি’ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে নারীরা সশস্ত্র বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, চিকিত্সা ও সামাজিক সেবা খাতসহ সব ক্ষেত্রে যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যায় কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার কন্যাশিশুদের বৃত্তি প্রদানসহ তাদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ‘সকলের জন্য শিক্ষা’ কর্মসূচি গ্রহণ করেছেন, যা বিশ্বে সর্বাধিক অনুসৃত একটি কর্মসূচি। তিনি আরও বলেন, সরকার দুস্থ মহিলা ও তাদের পরিবারের ওপর গুরুত্ব দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিও বাস্তবায়ন করছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অন্যতম বড় মাইলফলক হচ্ছে স্থানীয় পর্যায়ের নির্বাচনে নারীর জন্য সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ১২ হাজার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ৪৫ হাজার নারী। তিনি আরও বলেন, বাংলাদেশ এরই মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী কন্টিনজেন্ট পাঠিয়েছে।
প্রধানমন্ত্রী উন্নয়ন ইস্যু ও বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের অনুশীলন প্রসঙ্গে বলেন, জাতীয় সংসদে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধিত্ব করছেন এবং স্পিকার, সংসদ নেতা, সংসদ উপনেতা ও বিরোধীদলীয় নেতার পদে আসীন রয়েছেন নারীরা।
অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, অ্যাম্বাসেডর এট লার্জ মো. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ এ সময় উপস্থিত ছিলেন।