খালেদা জিয়াকে মাঠে নামার পরামর্শ দিলেন হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেত্রীকে বলব, আন্দোলন করতে হলে মাঠে নামেন। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোডের্র বৈঠকের শুরুতে তিনি এ আহ্বান জানান।
বিরোধী দল আন্দোলনের নামে শিশুদের সন্ত্রাসী হিসাবে গড়ে তুলছে বলেও তিনি অভিযোগ করেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দুইশ টাকা দিয়ে একটা বোমা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। ভিডিও ভাড়া করে ছবি তোলা হচ্ছে। তারপর চ্যানেলে সাপ্লাই দেয়া হচ্ছে।
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের হাজার-হাজার, লাখ-লাখ নেতা-কর্মী কই? এসব বন্ধ করেন।
আমন্ত্রণের পরও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলোচনায় না এলেও দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, বাংলাদেশটা ছোট। এখানে বিয়ে-শাদিতে, দাওয়াতে সবার সঙ্গে সবার দেখা হয়।
ড. কামাল হোসেনের নেতৃত্বে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ প্রসঙ্গে তার নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, কেউ কেউ বিশিষ্ট নাগরিক হয়ে যাচ্ছে। বিশিষ্ট নাগরিক হয়ে কথা বলছেন। এই বিশিষ্ট নাগরিক আবার একটি রাজনৈতিক দলের সভাপতি। তিনি বিশিষ্ট হলে কী আমরা অবশিষ্ট হয়ে গেলাম?
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সংবিধান তো উনার হাতে তৈরি হয়েছিল। উনার তৈরি সংবিধানেই নির্বাচন হচ্ছে। উনি নিজের তৈরি সংবিধান ভাঙার পরামর্শ দিয়ে বিশিষ্ট হয়ে গেলেন?
তিনি বলেন, গুজব ছড়িয়ে লাভ নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে। জনগণ সেই নির্বাচনে অংশ নেবে।
বিকাল ৩টায় আওয়ামী লীগের পার্লামেন্টারি বোডের্র বৈঠক মুলতবি হলে তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, শুক্রবারের মধ্যে তিনশ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। তারপর ১৪ দলের সঙ্গে আলোচনা করে প্রার্থীদের নাম ঘোষণা করে হবে।