মিশরে ৭ কিশোরীসহ ২১ নারীর ১১ বছরের কারাদণ্ড
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়ায় সাত কিশোরীসহ ২১ নারীকে ১১ বছরের কারাদন্ড দিয়েছে দেশটি একটি আদালত। খবর বিবিসি ও আল জাজিরা’র।
অভিযুক্তদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরীও রয়েছে। বুধবার তাদের সাজা দেয়া হয়। গত মাসে আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভে অংশ নিয়েছিলেন তারা। এসব কিশোরী ও নারীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী সংগঠনে’ অংশগ্রহণ, যানবাহন চলাচলে বাধা, নাশকতা ও বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগ আনা হয়। দন্ডিতদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদেরকে কিশোরী আদালতে পাঠানো হবে।
এছাড়া আদালত সহিংসতায় উসকানির অভিযোগে মুসলিম ব্রাদারহুডের ছয় নেতাকে ১৫ বছরের কারাদ- দিয়েছেন। তবে তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এছাড়া মিশর সরকার নাইল ডেল্টা থেকে ১৭ জন ইমামকে গ্রেপ্তার করেছে। মসজিদে সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।