ব্রিটিশ মন্ত্রী সাইদা ওয়ারসি ঢাকা যাচ্ছেন ১২ ডিসেম্বর
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য আগামী ১২ ডিসেম্বর ঢাকায় যেতে পারেন ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক সিনিয়র মন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ারসি ।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্রিটিশ মন্ত্রীর এ সফর সম্পর্কে জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
ঢাকায় অবস্থানকালে ওয়ারসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
নির্বাচন বিষয়ে আলোচনার জন্য গত ফেব্রুয়ারি মাসেও ঢাকা গিয়েছিলেন ওয়ারসি। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করেন।
ব্রিটিশ মন্ত্রী তার সর্বশেষ সফরে বলেছিলেন, সকল সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে করা যায়। বাংলাদেশের গণতন্ত্রের উন্নতির ধারা প্রমাণ করতে আগামী নির্বাচন নিরপেক্ষ, নির্দলীয় ও সুষ্ঠু হওয়া প্রয়োজন।