খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন গ্রেপ্তার

Nasirবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার  করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ আটকের বিষয়টি  নিশ্চিত করে জাস্ট নিউজকে বলেন, মীর নাসির রাতের একটি ফ্লাইটে ঢাকায় যাওয়ার জন্য বিমান বন্দরে উপস্থিত হন। এসময় নগর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মীর নাসিরের ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম জানান, পুলিশের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেয়ার জন্য মীর নাসির রাত ১০টার ফ্লাইটে ঢাকায় যাওয়ার জন্য বিমানবন্দরে যান। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান,  চকবাজার থানায় সন্ত্রাস দমন আইনে একটি ও কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মীর নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে কোতোয়ালী থানা থেকে যাওয়া পুলিশের গাড়িতে করে তাকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। কাল শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
বুধবার অবরোধের সময় নগরীর বিভিন্ন স্থানে ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা পাঁচটি মামলায় মীর নাসির ছাড়াও নগর বিএনপি সভাপতি  আমির খসরু মাহমুদ চৗধুরী, কেন্দ্রীয় বিএনপি’র সাংগনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নগর বিএনিপ’র সাধারণ সাদক ডা. শাহাদাত হোসেন ও নগর জামায়াত আমির আ ন ম শামসুল ইসলামসহ ১৮ দলের প্রায় নয়শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button