বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদদের বিদায় করা হবে : মাওলানা আহমাদুল্লাহ আশরাফ
বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদদের বিদায় করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামি দলগুলোর আহ্বায়ক, হেফাজতে ইসলামের নায়েবে আমির ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ।
তিনি গতকাল বিকাল ৫টায় রাজধানীর কামরাঙ্গীরচরে ইসলামি দলগুলোর অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে এ হুশিয়ারি উচ্চারণ করেন। মাওলানা আহমাদুল্লাহ আশরাফ এ সময় নির্যাতন, মামলা, হয়রানি ও ষড়যন্ত্র করে শীর্ষ উলামায়ে কেরাম এবং ইসলামি নেতাদের খতম করার ব্যর্থ পরিকল্পনাও দুঃস্বপ্নে পরিণত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশ থেকে ইসলাম ধ্বংস করার জন্য নাস্তিক মুরতাদ ও ইসলামের দুশমনরা বেসামাল হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা ইফতার মাহফিল, কোরআনের মাহফিল, ইসলামি অনুষ্ঠান ও বিভিন্ন ইসলামি আন্দোলনের কর্মসূচিতে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ও প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে ভণ্ডুল করে দিচ্ছে, যা স্বাধীন, সার্বভৌম মুসলমানের এ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার নামান্তর।
এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামি দলগুলোর সদস্য-সচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম, সম্মিলিত উলামা মাশায়েখ যুগ্ম-মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, হক্কানী পীর-মাশায়েখ পরিষদের মহাসচিব শর্ষীনার পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, টেকের হাটের পীর সাহেব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, জাতীয় খতীব পরিষদের আমীর মুফতি মাওলানা মাসউদুর রহমান, জমিয়তে উলামা ইসলামনেতা মাওলানা মহিউদ্দীন একরাম, মুফতি ফজলুল করিম, মাওলানা আবু জাফর কাসেমী, ফরায়েজী আন্দোলনের আমির মাওলানা আবদুল্লাহ মোহাম্মাদ হাসান, জমিয়তে উলামায়ে দেওবন্দ পরিষদের সভাপতি মাওলানা মুহাদ্দেস আবদুল্লাহ কাসেমী ও সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি ফখরুল ইসলাম, ইসলামের জনতা সভাপতি মুফতি আবদুল কুদ্দুস, ইসলামি অন লাইন অ্যাক্টিভিটস সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুস সামাদ, ইমাম কল্যাণ সমিতির সভাপতি পীর মাওলানা সালাহ উদ্দীন, জাতীয় ইমাম সোসাইটির মহাসচিব মুফতি জোবায়ের আহমদ কাসেমী, ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা সালেহ সিদ্দিকী ও সেক্রেটারি মুফতি জুবায়ের আহমদ প্রমুখ।
মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সর্বদলীয় মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ইসলাম হেফাজতের জন্য ছোট খাটো সব ইখতেলাফ ভুলে বাতিলের মোকাবিলায় ঐক্যবদ্ধ জিহাদের ঝাপিয়ে পড়তে হবে।
ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, ইসলাম, ইসলামী মূল্যবোধ ধ্বংস ও মহানবী (সা.)-এর কুত্সা রটনাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে ইসলামশূন্য করার চক্রান্তকারী নাস্তিক মুরতাদরা যেভাবে বেপরোয়া হয়ে পড়েছে তার মোকাবিলায় বদরের যুদ্ধের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে শাহাদাতের তামান্না নিয়ে ঐক্যবদ্ধভাবে সব দ্বীনদার মুসলমানকে ঈমানী অধিকার আদায়ে অটল-অবিচল থাকতে হবে।
মাহফিল শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।