বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বাস পোড়ানোর মামলা

BNPশাহবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এর মধ্যে আরো দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামী দেখানো হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে শাহবাগ থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, বিএনপির নেতা আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ওরফে নিরব, যুবদলের মহানগর উত্তর সভাপতি মামুন হাসান এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ ছাড়া অজ্ঞাত আরো দুই/তিনজনকে আসামী করা হয়েছে।
এসআই সোহেল রানা সাংবাদিকদের বলেন, মামলার এজাহারে বলা হয়েছে, ১৮-দলীয় জোটের নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ উসকানিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
প্রসঙ্গত, বিরোধী জোটের অবরোধ কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে আহত হন ১৯ জন। এর মধ্যে শুক্রবার বিকাল পর্যন্ত দু’জন মারা যায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button