হেফাজতে ইসলামের বিক্ষোভ অনুষ্ঠিত
মহানবী (সা.) এর নামে ব্লগে কটূক্তি বন্ধ ও ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বাদ জুম্মা সারা দেশে উপজেলা পর্যায়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম: জেলার পশ্চিম পটিয়া উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফাজিলখাঁর হাট মসজিদ চত্বরে মাওলানা মাহবুবুর রহমান হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্য রাখেন- মাওলানা নুরুন্ নবী, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা ফওজুল আজীম, মাওলানা মুরশিদুল আলম প্রমুখ।
লোহাগাড়া-সাতকানিয়া উপজেলায় স্থানীয় হেমায়তুল ইসলাম মাদরাসা ময়দানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আবদুল মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বক্তব্য রাখেন, মাওলানা আবুল হোসাইন, মাওলানা শোয়াইব আহমদ চৌধুরী, মাওলানা জুবাইর, মাওলানা নুরুল আবসার, মাওলানা আনোয়ার শাহ্, মাওলানা মাহমুদুল করিম প্রমুখ।
এছাড়া, বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, বান্দরবান, পেকুয়া, চকরিয়া, মীরশ্বরাই এলাকায় পৃথক পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ।
দিনাজপুর : কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বাদ জুম্মা হেফাজতে ইসলামী জেলা শাখা স্টেশন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল কের করে। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল থেকে ১৩ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামী জেলা শাখার সভাপতি মতিউর রহমান কাশেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।