লিবিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ ও সংঘর্ষে নিহত ৪৪
লিবিয়ার দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনায় ৪০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে বেনগাজি শহরে সেনাবাহিনী ও কট্টরপন্থীদের মধ্যে সহিংস সংঘর্ষে ৩ সেনা সদস্য নিহত হয়েছে। অপর এক সেনা সদস্য অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। বৃহষ্পতিবার সাবহা শহরের কাছে ব্রাক আল-শাতি এলাকায় স্থানীয় ৪৩ অধিবাসী ও আফ্রিকার অভিবাসীরা অস্ত্র চুরির সময় গুদামটিতে বিস্ফোরণটি ঘটে। কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, তারা কপার চুরি করতে অস্ত্রাগারে ঢুকেছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্র গুদামটিতে এখনও আগুন জ্বলছে। তাদের ধারণা, এখনও কিছু মানুষ ভেতরে আটকা পড়ে রয়েছেন। এদিকে বেনগাজিতে কট্টরপন্থী আনসার আল-শরীয়াহ দলের সঙ্গে সেনাবাহিনীর লড়াই হয়েছে। সেনা সদস্যরা অস্ত্র, বিস্ফোরক ও টাকাবোঝাই একটি গাড়ি থামালে, জঙ্গিরা হামলা চালায়। এতে ৩ সেনা সদস্য প্রাণ হারান। সেনাবাহিনীর অপর এক সদস্য গতকাল সকালে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন।