শ্রমিকদের সমস্যা সমাধানে সৌদি আরবে আলাদা আদালত হচ্ছে

saudiঅভিবাসী শ্রমিকদের সমস্যা বা মামলা মিটমাট করার জন্য সৌদি আরবে গঠন করা হবে সম্পূর্ণ আলাদা একটি আদালত। এই আদালত পরিচালিত হবে আইন মন্ত্রণালয়ের অধীনে।
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র হাত্তাব আল আনাজি বলেছেন, শ্রম মন্ত্রণালয়ে যেসব মামলা আছে তা এখন এই বিশেষ আদালতে স্থানান্তর করা হবে। পবিত্র দুই মসজিদের রক্ষক বাদশাহ আবদুল্লাহ আইনি ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য বিচার বিভাগে সংস্কার শুরু করেছেন। এ উদ্যোগে সবচেয়ে বেশি সুবিধা পাবেন বিদেশী অভিবাসী শ্রমিকরা। এর আগে শ্রমিক সংক্রান্ত মামলাগুলো মোকাবিলা করতো শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস। এখন তা তদন্ত করবেন ওই বিশেষ আদালতের বিচারকরা। এর মধ্য দিয়ে বিচার কার্যকর ও দ্রুতগতির হবে। সঙ্গে থাকবে স্বচ্ছতা। সৌদি আরবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানে নিয়োজিত বাংলাদেশী কনস্যুলার জেনারেল নাজমুল ইসলাম, ভারতীয় কন্সাল জেনারেল ফায়েজ আহমেদ মিদওয়াই, পাকিস্তানের কন্সাল জেনারেল আফতাব আহমেদ খোকার। তারা সবাই শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সৌদি সরকারের কাছে। পাশাপাশি এমন উদ্যোগ নেয়ার প্রশংসা করেছেন তারা। সৌদি আরবে কর্মরত বিদেশী শ্রমিকরা মাঝেমাঝেই অভিযোগ করেন যে, তাদেরকে নিয়োগকারী কর্তৃপক্ষ শর্ত পূরণ করছে না। ঠিকমতো বেতন-ভাতা দেয়া হচ্ছে না। আবাসিক ব্যবস্থা নাজুক। এসব নিয়ে গত বছর সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের মোট ৯৯৬০ টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪২৪৩টি মামলা করেছেন সৌদি নাগরিকরা। বাকি ৫৭১৭টি মামলা করেছেন বিদেশী শ্রমিকরা। এখন এসব মামলা নিষ্পত্তি করবেন ওই আদালত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button