শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বান কি-মুনের চিঠি
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আবারো চিঠি দিয়েছেন। শুক্রবার বিকেলে বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। একই ধরনের চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পাঠানো হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিরোধীদলীয় নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি বৃহস্পতিবার বিকেলে পাওয়ার পর আমি তা বিরোধীদলীয় নেতার কাছে হস্তান্তর করি। চিঠিটি বিরোধীদলীয় নেতার বলে এর বিষয়বস্তু বলা যাবে না। শমসের মবিন জানান, একই ধরনের চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পাঠানো হয়েছে। তিনি জানান, গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের এপ্রিল মাসেও বান কি মুন বিরোধীদলীয় নেতাকে চিঠি দেন। ওইসব চিঠিতে জাতিসংঘ সবদলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছিলো। এছাড়াও আগামী ৬ ডিসেম্বর ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। সাত মাস আগেও তিনি বাংলাদেশে এসে সংলাপের তাগিদ দিয়েছিলেন। প্রসঙ্গত, রাজনৈতিক সংকট ও সহিংসতার প্রেক্ষাপটে আলোচনার তাগিদ দিয়ে এর আগেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন এবং ফোনে কথা বলেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।