সাসেক্স আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
সভাপতি ইমামুজ্জামান মহি, সম্পাদক শাহ মইজুর রহমান শামীম
গত ২৪ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে সাসেক্স আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ব্রাইটনের সমুদ্রতীরবর্তী পাচতারকা হলিডে ইন হোটেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী সপরিবারে পরিজন উপস্থিত ছিলেন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সম্মেলনের প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন। সাসেক্স আওয়ামী লীগের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমামুজ্জামান মহি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ মইজুর রহমান শামীম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিশেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
প্রধান অতিথির বক্তৃতায় জালাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন শোষনহীন সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা অব্যাহগত রাখতে হলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে বিজয়ী করে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।
প্রধান বক্তার বক্তৃতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, বিএনপি বাংলাদেশকে অচল করার হুমকি দিচ্ছে আর যুদ্ধাপরাধীরা বলছে ৫৬ হাজার বর্গমাইল জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, তিনি বলেন তারা বাংলাদেশের অস্থিত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধি তারা সহ্য করতে পারে না, তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছে, বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে আর জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে এসেছে সমৃদ্ধি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ ও মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন চঞ্চল, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক খছরুজ্জামান খছরু, শ্রম ও জনশক্তি সম্পাদক এস এম সুজন মিয়া, মানবাধিকার সম্পাদক সারব আলী, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুসান্ত দাশ, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিলু ও যুক্তরাজ্য যুবলীগ নেতা শামীম আহমেদ জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র হাজি আব্দুল মনাফ, মোহাম্মদ শাহজাহান, ফারুক আহমদ, সৈয়দ আজিজুল হক, গৌছ চৌধুরী, কাইয়ুম মিয়া, সৈয়দ ফরিদ আলী, গয়াছ মিয়া, মজম্মিল হোসেন, খছরু মিয়া, মিলন আহমদ, আমির আলী, বদরুল হক, আব্দুল আলিম, কয়েছ আহমদ, মুজিবুর রহমান এহিয়া, এডভোকেট রমিজ উদ্দিন, ফয়সল আম্বিয়া টিটু, শাহেদ আহমদ মুসা, সানাওর আলী, শাহ মিজানুর রহমান চৌধুরী, মোবারক হোসেন ভুইয়া তাপস, তাহিদ মিয়া কয়েছ, শাহ মুক্তাদির মুক্তা, রয়েল আহমদ, ইকবাল হোসেন, টিপু সুলতান, ফয়সল আহমদ চৌধুরী, রেদওয়ান আহমদ, ইকবাল হোসেন, শফিকুল ইসলাম।
সভার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল । কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। কাউন্সিল সভায় কোন প্রতিদন্ধি প্যানেল না থাকায় সর্বসম্মতি ক্রমে ৭১ সদস্য বিশিস্ট কমিটির নাম নাম ঘোষনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইমামুজ্জামান মহি, সহ সভাপতি সৈয়দ ফরিদ আলী, ফয়সল আম্বিয়া টিটু, মোহাম্মদ ইউসুফ ইসলাম, আব্দুল কাইয়ুম, গউছ চৌধুরী, মজম্মিল হোসেইন, বদরুল হোসেইন।
সাধারণ সম্পাদক শাহ মইজুর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম, মিজানুর রহমান, মুজিবুর রহমান এহিয়া। সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ মুছা, সানাওয়ার আলী ও রেদওয়ান আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ভুইয়া তাপস, দপ্তর সম্পাদক কয়েছ আহমদ।
সভায় নবনির্বাচিত কর্মকর্তাদের শপৎবাক্য পাঠ করান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী।
এছাড়া সম্মেলনের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নোলক বাবু, নূরজাহান মুক্তা, ছানাওর আলী, টিপু সুলতান ও শফিকুল ইসলাম প্রমুখ।